উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বালসাবাড়ি এলাকা থেকে মাদকসহ এই দুই কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক)/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলো উপজেলার চরঘাটিনা গ্রামের ছাইদুর রহমানের ছেলে মোঃ আবুল হোসেন (৪০) ও বেতবাড়ী উত্তরপাড়া গ্রামের আবুল সরকারের ছেলে মজনু সরকার (৩৯)।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। বিশেষ অভিযান চালিয়ে মদকসহ আটক করে নিয়মিত মামলায় উভয়কে পুলিশ সোমবার সকালে জেল হাজতে পাঠিয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।