লিয়াকত হোসাইন লায়ন: সেবা নিন,সুস্থ্য থাকুন এই আলোকে জামালপুরের ইসলামপুরে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) পৌর শহরের সুখবাড়ি বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সার্বিক ব্যবস্থাপনায় ইসলামপুর কার্যালয়ে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে উপ পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলাম,জামালপুর রিজিওন প্রধান আনিসুল হক,শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল হক,শেখ রাসেদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা পর্যায় স্বাস্থ্যসেবা দৌড়গোড়ায় পৌঁছে দিতে জেলার ইসলামপুর, মেলান্দহ,সরিষাবাড়ী ও জামালপুর কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।