মেলান্দহ ফাউন্ডেশনের যাত্রা

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

মেলান্দহ ফাউন্ডেশনের যাত্রা


বাংলাদেশের ইতিহাসে একমাত্র এবং প্রথম রয়্যাল নেভির নাবিক মেহেদী হাসান এই সংগঠনের প্রতিষ্ঠাতা।২০২৪ সালের শেষদিকে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। শিশুদের মনন বিকাশ, বিশেষ করে এতিম, অস্বচ্ছল ও পথ শিশুদের শিক্ষা-দীক্ষা-চিকিৎসাসহ আত্মকর্ম সংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আরো কিছু পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে মেলান্দহ ফাউন্ডেনের যাত্রা।

ইতোমধ্যেই বিজয় মাসের উৎসবকে ঘিরে শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিশু-কিশোরগণ এই আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছেন। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারসহ নগদ অর্থ প্রদান করা হবে।

খ্যতিমান ব্যক্তিত্বরা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ভূমিকা রাখবেন। উল্লেখযোগ্য বিচারকরা হলেন- ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক কবি ও লেখক ড. আলো আরজুমান বানু, চিফ এম্বাসেডর সন্ধি ও প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক, বাচিক শিল্পী- ফরহাদ হোসেন মল্লিক, কাব্যলোকের সম্পাদক কবি ও লেখক নুরুল্লাহ মাসুম এবং সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা, দৈনিক উত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল।

আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের কথা।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top