সততা ও নিষ্ঠার সাথে দল গঠন ও পরিচালনা করতে হবে

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদ্বর্শে গঠন করা দল বাংলাদেশ জাতীয়তা বাদী দল  (বিএনপি)। 

সততা ও নিষ্ঠার সাথে দল গঠন ও পরিচালনা করতে হবে


এ দলের চেয়ারপার্সন তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দলে দূর্ণীতির কোন সুযোগ নেই। তাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলকে সৎ ও আদ্বর্শ বান হতে হবে। কারো বিরুদ্ধে অসততার প্রমাণ পাওয়া গেলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।


জামালপুরের ইসলামপুরে বৃহস্পতিবার থানা গেইট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে জুলাই ১৩, ২০২৩ বিএনপি কতৃক ঘোষিত সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরানত প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন আমাদের সন্তানদের সৎ ও আদ্বর্শবান করে গড়ে তুলতে হবে। এজন্য প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের মাঝে সততার কথা বলতে এবং সৎ ও আদ্বর্শ মানুষ গড়ার শিক্ষাদান করতে করতে হবে।  

জামালপুর জেলা বিএনপির বন-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।


ইসলামপুর উপজেলা বিএনপির সহ:সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  আব্দুর রৌফ দানু, মাহাবুবুুল আলম সরকার, ডাক্তার আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান,  আক্রাম আলী বাদশা, ওয়ারেছ আলী, শালমান, সোহাগ খান লোহানী, যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী প্রমুখ বক্তব্য রাখেন। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top