লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি, আসামি করে ব্যবসা ও ছাত্রলীগের মিছিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর সরকারী কলেজ থেকে বের হয়ে শহরের বটতলা চত্তরে সমাবেশ অুনষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পদ বঞ্চিত সমন্বয়ক মেহেদী হাসান সানিমের সভাপতিত্বে এতে শিক্ষার্থী সাইম খান, সাব্বির খান লোহানী বক্তব্য রাখেন।
বক্তারা, গোয়ালের চর ইউনিয়নে ছাত্রলীগের মিছিল,ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি ও সাধারণ জনগনকে হয়রানির প্রতিবাদে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।