আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) এর জীবনদর্শনের আলোকে ধর্মীয় সম্প্রীতি ও সুফিবাদ শীর্ষক বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
সুফি সমাবেশে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে খাজা এনায়েতপুরী সুফিবাদ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: গোলাম দস্তগীর, এনায়েতপুর পাক দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আব্দুল আউয়াল, জামালপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারী, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: আজম আলী খান, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, সুফিবাদ গবেষক ও জলাবায়ু বিজ্ঞানী ড. মো: জালাল উদ্দীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসবাদের কোন স্থান নেই। যারা বিভিন্ন সুফি-সাধকের মাজার ও দরবার শরীফে পরিকল্পিতভাবে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা-অগ্নিসংযোগ করেছে, মারধর ও ভাঙচুর করেছে, আমরা তাদের পাল্টা প্রতিহত করতে চাই না। হিংসা-বিদ্বেষ নয় ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে তাদেরকে সুফিবাদের পথে ধাবিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।