কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চরাঞ্চলের দুটি মৌজার খতিয়ান জালিয়াতির মাধ্যমে পরিবর্তন ঘটানো হয়েছে।
বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্তদের পক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর লিখিত আবেদন করেন ভূক্তভোগী শালগ্রাম গ্রামের আবুল হোসেন পন্ডিতের পুত্র হাসিবুল হাসান ও পানাগাড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র রেজাউল মেম্বর। এ বিষয়ে তদন্ত শেষে সিনিয়র সহকারি কমিশনার মারুফ আফজাল রাজন স্বাক্ষরিত এক পত্রে জালিয়াতির মাধ্যমে সৃজিত খতিয়ান বাতিলপূর্বক উক্ত কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্তশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসক রাজস্ব বরাবর দেয়া দরখাস্তে উল্লেখ করা হয়েছে, উপজেলার দাতবোড়া মৌজার এসএ বালাম বইতে ১ থেকে ২৮ নম্বর খতিয়ানের সরকারের স্বত্ত¡ দখলীয় দাগ যোগসাজসী করে এস এ বালাম বইতে ২৮ হতে প্রায় ১০০ খতিয়ানের অধিক বালাম বইতে প্রতিপক্ষ যুক্তিগাছা গ্রামের আব্দুল মজিদ, সুলতান সরকার গং পূর্বপুরুষের নামে খতিয়ান সৃজন করেন। একইভাবে উপজেলার গোদারবাগ মৌজার এস এ বালাম বইতে ১ থেকে ২১১ নম্বর খতিয়ানের সরকারের স্বত্ত¡ দখলীয় দাগ যোগসাজসী করে এস এ বালাম বইতে পরবর্তী ২১২ গতে প্রায় ৩১০ খতিয়ানের অধিক বালাম বইতে একই প্রতিপক্ষ অন্তর্ভুক্ত করেছে। এমতাবস্থায় প্রাপ্ত আবেদনের বিষয়ে তদন্ত অন্তে সহকারি কমিশনার(রের্ক্ডরুম শাখা, জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ এবং সহকারি কমিশনার (ভূমি) উপজেলা ভূমি অফিস কাজিপুরকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
বৃহস্পতিবার কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার জানান, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। জেলা অফিস থেকে মূল বালাম বই চাইলে আমরা তা পাঠিয়েছিলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।