উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ২৬ বছর পর একসঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ উল্লাসে মেতে ওঠে সলপ স্কুলের ৯৬’এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।
সারা দিন আড্ডা, গল্প গুজব আর নাচ গানে দিন কাটল ওদের। ছাত্র জীবনে স্কুলে ফেলে যাওয়া সেই মধুর দিনগুলো আবারও উঠে আসে ওদের নানা কথায় আর বক্তৃতায়।
শুক্রবার উল্লাপাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সলপ উচ্চ বিদ্যালয় অঙ্গনে ১৯৯৬ ব্যাচের এই শিক্ষার্থীরা পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। নান্দনিকভাবে সাজানো হয় স্কুল চত্বর। অনুষ্ঠানের পোশাক পরে সকাল ৯টা থেকে আসতে শুরু করে সময়ের সহপাঠীরা। সবার চোখ মুখেই ছিল আনন্দের ছাপ। বেলা ১০টায় সম্মিলিতভাবে কেক কেটে পূণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপরে শুরু হয় স্মৃতিচারণ। আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, হিরন আকন্দ, হেলাল আহমেদ লিমন, মতিউর রহমান, আল মামুন, রেশমা খাতুন, আঞ্জুমান আরা, পারুল প্রমুখ।
অনুষ্ঠানে তাদের সময়ের এখনও বেঁচে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম হোসেন, আমজাদ হোসেন, মাসুদুর রহমান ও অম্বিকা সরকারকে সংবর্ধনা দেওয়া হয়। পরে নিজেরা সংগীত অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া ৯৬’ব্যাচের শিক্ষার্থী আব্দুল মজিদ ও মনিরুল ইসলাম জানান, ২৬ বছর পর বন্ধুরা মিলে এক সঙ্গে হাসি আনন্দে দিন কাটানোর এই স্মৃতি আমৃত্যু তারা মনে রাখবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।