হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে “ নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) বিকালে ৪টি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ নির্বাচিত জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার জুলেখা আক্তার, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও সফল জয়িতা শামীমা বেগম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সফল জয়িতারা উপস্থিত ছিলেন।
এবছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে সফল নারী শামীমা বেগম, সফল জননী হিসেবে খোরশেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় নারী মিনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নুরুন্নাহার বেগমকে সংবর্ধনা প্রধান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।