জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ওলামায়ে কেরাম, সাধারণ তাবলীগের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে কুড়িগ্রামে সোমবার ২৩ ডিসেম্বর’ সকালে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতে কর্মরত তাবলীগ জামাতের সাথী ও মুসল্লীদের উপর রাতের আঁধারে সাদপন্থীদের হামলায় নিরীহ তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে ও খুনিদের ফঁাসির দাবিতে এই প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার ২৩ ডিসেম্বর’২০২৪ইং সকালে কুড়িগ্রাম জেলা শহরের ঈদগাহ মাঠে ওলামায়ে কেরাম, সাধারণ তাবলীগের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে কয়েক হাজার তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম তাবলীগ জামাতের আহলে শুরা মাওলানা ফরিদ উদ্দিন, হামিউস সুন্নাহ ক্বওমী মাদরাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, মুফতী শামসুদ্দীন কাসেমী, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা মাসুদুর রহমান, আমিনুল ইসলাম কাসেমী, আখতার হোসেন, খতিব শামীম, মুফতী আযম আলী, আলহাজ্ব আব্দুল আউয়াল, আব্দুস সাত্তার, মুফতী জুবায়ের মাওলানা আব্দুল খালেক প্রমূখ। প্রতিবাদ সমাবেশ শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।