জামালপুর সংবাদদাতা: ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে ৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করেছে জমিয়তে ওলামা বাংলাদেশ মেলান্দহ শাখা।
কেন্দ্রীয় মসজিদ গেট থেকে মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে মসজিদ গেটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দিন, মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সাধারণ সম্পাদক মুফতি সোলায়মান হোসেন, জমিয়তে ওলামার সাংগঠনিক সম্পাদক মুফতি নূর মোহাম্মদ, জমিয়তে উলামার মেলান্দহ পৌর শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহাব প্রমুখ।
বাংলাদেশ নিয়ে ভারতের গভীর ষড়যন্ত্রের নিন্দা-প্রতিবাদ উদ্বেগ এবং কড়া সমালোচনা করা হয়।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।