কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চার যুবক স্থানীয় দালালের প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়া গিয়ে কাজ না পেয়ে নিঃস্ব হয়ে ফিরে এসেছেন।
ভিটে মাটি বিক্রি করে স্থানীয় দালালকে প্রতিজন সাড়ে ছয়লক্ষ টাকা করে দিয়েও মালয়েশিয়া গিয়ে তারা কোন কাজ পাননি। উল্টো সেখানে আরেক দালালের পাল্লায় পড়ে আরও সোয়ালাখ টাকা করে দিয়ে কোনমতে দেশে ফিরে এসেছেন তারা। এ বিষয়ে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন প্রতারণার শিকার পারুলকান্দি গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র রেজাউল করিম(২১), আব্দুল আজিজের পুত্র সাগর আলী(২১), আত্তাব প্রামাণিকের পুত্র রেজাউল করিম(৩৫) ও মুন্টু মন্ডলের পুত্র সোহেল রানা(২০)। প্রতারিতদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে রেজাউল করিম। তিনি উল্লেখ করেন, পারুলকান্দি গ্রামের প্রতিবেশি মৃত বুদা প্রামাণিকের পুত্র দুলাল মিয়া ( ৪৫) ও তার পুত্র হৃদয় (১৯) মালয়েশিয়ায় কাজ দেবার প্রতিশ্রæতি দিয়ে গত ৭ মে ওই চারজনের নিকট থেকে মোট ২৪ লক্ষ ৮০ হাজার টাকা নেন। এরপর যথারীতি ভিসা দিয়ে তাদের মালয়েশিয়া পাঠান তিনি। কিন্তু মালয়েশিয়া পৌঁছে দুলালের কোন এজেন্টকে তারা পাননি। এসময় আরেক প্রতারতচক্র তাদের চারজনেরই পাসপোর্ট কেড়ে নিয়ে একটি বিদ্যুৎহীন ঘরে বন্দী করে রাখে। বিষয়টি দেশে দুলাল মিয়াকে জানালে তিনি কোন পদক্ষেপ নেননি। এমতাবস্থায় দেশ থেকে টাকা নিয়ে আটককারীদের দিয়ে গত ২৭ আগস্ট তারা দেশে ফিরে আসেন। দেশে এসে তারা দুলাল মিয়ার নিকট টাকা ফেরৎ দেবার কথা বললে তিনি উল্টো তাদের নানা হুমকী ধামকি দেন। এমনকি মামলা দিয়ে হয়রানী করার কথাও বলেন তিনি। এমতাবস্থায় গত ২১ ডিসেম্বর ওই চারজন কাজিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
লিখিত বক্তব্যে রেজাউল আরও বলেন, বিষয়টি মীমাংসার জন্যে স্থানীয়ভাবেও চেষ্টা করেছেন গ্রামের মাতব্বরগণ। কিন্তু কোন কিছুকেই পরোয়া করছেন না দুলাল মিয়া। বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করে তারা তাদের টাকা ফেরৎ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।