হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে নবনির্মিত সাধুরপাড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের দাসেরহাট বাজার এলাকায় নির্মিত ভূমি অফিসের উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, সাধুরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা এমদাদুল হক, ইউপি সদস্য হামিদুর রহমান, নিলাখিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল গণি, চর আমখাওয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফি কামাল, ধানুয়া কামালপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোক্তারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রেজাউল করিম সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হতো।
নতুন অফিস নির্মাণের মাধ্যমে ভূমি সেবায় আরো গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।