জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের নবিন বরণ ১৫ ডিসেম্বর বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
গভর্নিং বডির সভাপতি ও শিক্ষানুরাগি শিল্পপতি ইঞ্জিনিয়ার আলহাজ দৌলতুজ্জামান আনছারি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অধ্যক্ষ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা পরিবরের সদস্য দানবীর আলহাজ আব্দুল বারী, উপাধাক্ষ্য আশরাফ হোসেন লিচু, অধ্যাপক হিফজুল বারী, ফরিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শেখ আমিনুর রহমান, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াশা, রায়হানা উর্মি প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন, বাংলা বিভাগের অধ্যাপক কায়সার আলম।
অনুষ্ঠানে নবিন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।