উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক, জানুন তাঁর অবদান

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু আইন অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক, জানুন তাঁর অবদান


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এ এফ হাসান আরিফ (৮৫) আর নেই। আজ শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, হাসান আরিফের মৃত্যু হৃদ্‌রোগের কারণে হয়েছে। ভূমি মন্ত্রণালয়ে তাঁর একান্ত সচিব মো. নাছির উদ্দিন জানিয়েছেন, ল্যাবএইড হাসপাতালে বেলা ৩টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

জানাজার সময়সূচি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পেশাগত জীবন ও অবদান

হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সালে ঢাকায় হাইকোর্টে আইন পেশা শুরু করেন। এর আগে ১৯৬৭ সালে তিনি ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্টে কর্মজীবন শুরু করেন।

তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

হাসান আরিফ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • সড়ক ও জনপথ বিভাগ
  • চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
  • মোংলা বন্দর কর্তৃপক্ষ
  • সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
  • বাংলাদেশ ব্যাংক
  • চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
  • চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
  • গ্রামীণফোন বাংলাদেশ

তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।


গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান এ এফ হাসান আরিফ। পরে তাঁকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গন এবং সরকারি প্রশাসনে গভীর শোক নেমে এসেছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top