মোদির ফেসবুক পোস্ট: ৭১’র বিজয়ের গৌরব কি ভারতের?

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর, নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, যার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতার পূর্ণতা লাভ করে। তবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট ঘিরে এই ঐতিহাসিক দিনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

মোদির ফেসবুক পোস্ট ৭১’র বিজয়ের গৌরব কি ভারতের


বাংলাদেশের বিজয়ের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার তার ফেসবুক পোস্টে লিখেছেন,

“Today, on Vijay Diwas, we honour the courage and sacrifices of the brave soldiers who contributed to India’s historic victory in 1971. Their selfless dedication and unwavering resolve safeguarded our nation and brought glory to us. This day is a tribute to their extraordinary valour and their unshakable spirit. Their sacrifices will forever inspire generations and remain deeply embedded in our nation’s history.” যার বাংলা হলো: "আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।"


নরেন্দ্র মোদির এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের অনেকেই বলছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় ছিল বাংলাদেশের, যেখানে ভারতের সাহায্য অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে এ বিজয়ের পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের জনগণের।


বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, নরেন্দ্র মোদির পোস্টে ভারতের ভূমিকার গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশের জনগণের আত্মত্যাগ ও সংগ্রামের কথা অনুপস্থিত। এই ধরনের বিবৃতি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করতে পারে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে লিখেছেন, "১৯৭১ সালের বিজয় বাংলাদেশের ছিল, ভারতের নয়। মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য স্মরণীয়, তবে বিজয়ের নেতৃত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের।"

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি লিখেছেন, “এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছেন, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। 

যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।”

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মোদির পোস্টে প্রতিবাদ জানিয়ে তিনি তার ফেসবুকে বলেছেন: তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়। পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদির সেই পোস্টকে যুক্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।


বাংলাদেশের নাগরিকরা আশা করছেন, ভারতীয় নেতৃত্ব ঐতিহাসিক সত্যকে সম্মান করবে এবং এ ধরনের বিবৃতি দেওয়ার ক্ষেত্রে আরও সংবেদনশীল হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top