আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান বলেছেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন দল ছিলেন তারা এদেশের মানুষের স্বার্থে, এদেশের মানুষের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করেননি। সে দায়িত্ব আজ আপনাদের হাতে এসেছে, সে দায়িত্ব এমন ভাবে পালন করতে হবে যেন আগামীর বাংলাদেশে পঞ্চাশ বছর আপনাদের হাতে সুরক্ষিত থাকে।

আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে
আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে- জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান


সে দায়িত্ব এমন ভাবে নিতে হবে যেন সারা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়, বাংলাদেশের ছাত্র-জনতা এমন বিপ্লব ঘটিয়েছে, যে বিপ্লব গত দুই শতাব্দিতে পৃথিবীর ইতিহাসে ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এমনটি ঘটেনি মাত্র পঁচিশ দিনে একটি সরকারের পতন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের পরিবার ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই সরকার চারমাস অতিবাহিত করার পরেও আমরা দেখছি নানা সমস্যায় জর্জরিত আমার দেশ। এখনো কৃষক শ্রমিক জনতা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের যে উর্দ্ধগতি সেই গতিতে তারা বেশামাল অবস্থাই দিন কাটায়। ৫ই আগষ্টের পর যে স্বাধীনতা সেই স্বাধীনতার সুফল কি শ্রমিক-জনতা ভোগ করছে? প্রশ্ন করেন তিনি। এই অবস্থার ভেতরে আমরা যে সরকারের সমালোচনা করতে পারছি এটাই প্রাথমিক সফলতা বলে আমি মনে করছি।  

শুক্রবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বৈষম্যবিরোী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো: হিফজুর রহমান, মশিউর আমিন, ইসতিয়াক আহমেদ শিহাব, জেলা কমিটির সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলায় এমন একজন দানবের বসবাস ছিল যার একক আধিপত্যে জামালপুরে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। জামালপুরের মানুষ ৫ আগস্ট সেই প্রতিক্রিয়া দেখিয়েছে। আগামীতে জামালপুরে যদি কেউ সেই ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, কেউ দানবীয় দানব হতে চায় জামালপুরের ছাত্র জনতা আবারো জবাব দিবে। এরপরে জেলার বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top