জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ শনিবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়,পুলিশ সুপার মো:মাহফুজুর রহমান,সিভিল সার্জন ডা:মঞ্জুর ই মোর্শেদ,বীরপ্রতীক আব্দুল হাইসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
দিবসটির প্রতিপাদ্য ও নিহত শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বিশেষ আলোচনা করেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধাগণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।