কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।
সোমবার (৩০ ডিসেম্বর) মানববন্ধন শেষে দুপুরে তারা বালু উত্তোলন বন্ধে করতে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দিয়েছে।
কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সামনে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কে ঘন্টাকালব্যাপী মানববন্ধনে যমুনার তীরবর্তী শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু।
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ যমুনা তীরবর্তী খুদবান্দি, মাসুয়াকান্দি, সাউদটলা, মানিকপটল সহ কাজিপুরের বেশ কয়েকটি এলাকা থেকে বালুখেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।
এতে করে যমুনা নদী তীররক্ষা প্রকল্পের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত রবিবার রাতে যমুনা নদীর মেঘাই অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই বালু উত্তোলন বন্ধ না করলে আসছে বর্ষা মৌসুমে যমুনার ভাঙ্গন আরও তীব্রতর হতে পারে।
এসময় বালু উত্তোলন বন্ধ করে বর্ষা মৌসুমের আগেই ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে যমুনার নাব্যতা ফেরানোরও তাগিদ দেন তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।