হারুন উর রশিদ: ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর , পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাবেক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক আল মামুন, পৌর স্বেচ্ছাবেক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান জানান, তারেক রহমান খালাস পাওয়ায় আমরা আনন্দিত। এই রায়ে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।