জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সম্পাদক

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা, নির্বাচন ও নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। 

জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সম্পাদক


প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে বাংলাদেশ বেতার ও এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পাশর্^বর্তী শেরপুরের মধুটিলা ইকোপার্ক রিসোর্টে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন, সহ সভাপতি যথাক্রমে নিউ নেশনের শাহ্ জামাল, দৈনিক যুগান্তরের মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, যায়যায়দিন ও আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ এখন টিভির জুয়েল রানা, দপ্তর সম্পাদক মোহনা টিভির ওসমান হারুনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাই টিভির শামীম আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আমার দেশের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান প্রধান নির্বাচন কমিশনার ও একই কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের এক বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। এদিকে, জামালপুর জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের সভাপতি পদে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল ও সাধারণ সম্পাদক পদে দিনকালের সাংবাদিক মুকুল রানা আগাম নির্বাচিত হয়েছেন। জামালপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top