আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন-দুদক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি, দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক ও সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর।
সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের বকুলতলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এছাড়াও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার ইউনুস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, ইয়েস দলনেতা সাকিফ ভূইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা আন্দোলন গড়ে তুলে এবং সরকারের পতন ঘটে। তাই দুর্নীতি থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়। সকল পর্যায়ের দুর্নীতিকে রুখতে নিজেদের সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমরা প্রত্যাশা করি আগামীর নতুন বাংলাদেশ হবে সকল দুর্নীতি থেকে মুক্ত। পরে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।