লিয়াকত হোসাইন লায়ন: দূর্নীতির বিরুদ্ধে তারুন্যর একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই আলোকে জামালপুরে ইসলামপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৯ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের চত্তরে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শাহজাহান সরকার, সদস্য ওসমান হারুনী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।