সেবা ডেস্ক: ভারতের প্রাক্তন সেনা কর্মকর্তা জিডি বক্সি বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দুদেশ গঠনের মানচিত্র প্রকাশ করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।
উত্তরবঙ্গ নিয়ে নতুন হিন্দুদেশের মানচিত্র প্রকাশ, ভারতের সেনাকর্মকর্তার বিতর্কিত দাবি |
ভারতের প্রাক্তন সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিডি বক্সি সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চলকে পৃথক ‘হিন্দুদেশ’ গঠনের মানচিত্র প্রকাশ করেছেন। এই মানচিত্র নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশজুড়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ।
জিডি বক্সি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, “বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। তাই এই সমস্যা সমাধানে একটি নতুন ‘হিন্দুদেশ’ গঠনের প্রয়োজন।” তিনি বাংলাদেশের মানচিত্রের উত্তরাঞ্চলে একটি কালো রেখা এঁকে রংপুর ও দিনাজপুরকে আলাদা দেশ হিসেবে দেখানোর প্রস্তাব দেন।
জিডি বক্সি আরও বলেন, “১৯৭১ সালে ভারত তার সৈন্যদের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু এখনকার বাংলাদেশ সরকার অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। হিন্দু সংখ্যালঘুদের উপর যদি নির্যাতন বন্ধ না হয়, তবে এই প্রস্তাব বিবেচনা করা উচিত।”
বাংলাদেশের প্রতিক্রিয়া
এ ধরনের বক্তব্য এবং মানচিত্র প্রকাশের ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা বলছেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট আঘাত। এ ধরনের প্রস্তাব উস্কানিমূলক এবং দুই দেশের সম্পর্কের জন্য হুমকিস্বরূপ।
বাংলাদেশ সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভারতের এমন উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের চ্যালেঞ্জ
সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে বেশ কিছু বিতর্কিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এ নিয়ে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কও প্রশ্নের মুখে পড়েছে।
বাংলাদেশি বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব নষ্ট করতে পারে। একই সঙ্গে, এসব মন্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।