সেবা ডেস্ক: চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে দ্বিতীয়বারের মতো পণ্যবাহী জাহাজের আগমন। চিনি, ডলোমাইট, খেজুরসহ বিভিন্ন পণ্যের বিস্তারিত পড়ুন।
পাকিস্তান থেকে আমদানি: চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের দ্বিতীয় আগমন |
দুবাই-করাচি-চট্টগ্রাম রুটে চলাচলকারী কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এবার জাহাজটিতে এসেছে চিনি, ডলোমাইট, গুড়, সোডা অ্যাশ, থ্রি–পিস কাপড়, খেজুরসহ নানা ধরনের পণ্য।
আজ শনিবার বিকেল ৫টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। বন্দরের ঘোষণাপত্র অনুযায়ী, জাহাজটিতে ৮১১ একক কনটেইনার পণ্য আমদানি করা হয়েছে, যা প্রথম ট্রিপের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর মধ্যে ৬৭৮ একক কনটেইনার পণ্যই এসেছে পাকিস্তান থেকে।
পাকিস্তান থেকে আসা প্রধান পণ্য
পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি পরিমাণে এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট।
চিনি:
২৮৫ কনটেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ প্যাকেট পরিশোধিত চিনি আমদানি করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে ৭ হাজার টন। এগুলো এনেছে প্রাণ–আরএফএল, শেহজাদ ফুড প্রোডাক্টস, সেভয় আইসক্রিম কারখানা এবং ব্রডওয়ে ইন্টারন্যাশনাল।ডলোমাইট:
১৩৮ কনটেইনারে কাচ তৈরির কাঁচামাল ডলোমাইট আনা হয়েছে।কাপড়:
৪৬ কনটেইনারে বিভিন্ন ধরনের থ্রি-পিস কাপড় আমদানি করা হয়েছে।গুড় ও আলু:
২০ কনটেইনারে আনা হয়েছে আখের গুড় এবং ১৮ কনটেইনারে এসেছে আলু।
আরব আমিরাত থেকে আসা পণ্য
পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকে খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয়েছে। আমিরাত থেকেও ১০ কনটেইনার পরিশোধিত চিনি এসেছে।
জাহাজের পরবর্তী পরিকল্পনা
জাহাজটি চট্টগ্রাম বন্দরে দুই দিন অবস্থান শেষে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য ৪০০ টিইইউস (২০ ফুট কনটেইনার) এবং মালয়েশিয়ার বন্দরের জন্য ৬০০ টিইইউস খালি কনটেইনার নিয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।