জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শিক্ষার্থীদের স্বপ্ন জাগানিয়া "আমি হব প্রতিযোগীতা -২৪ " প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে উদ্যম যোগাতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ মুলক এ অনুষ্ঠানের আয়োজন করেছেন ব্রাক।প্রতিযোগীদের মধ্যে তিনজন বিজয়ীর হাতে পুরুষ্কার স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর পৌর শহরের অভিনন্দন কনভাসেশন সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
আমি হব প্রতিযোগীতা ২৪ অনুষ্ঠানে জেলার ৩৪ টি ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৮৫০ জন শিক্ষার্থী ও ৩৪ জন শিক্ষক অংশ নেয়। এর মধ্যে প্রতি স্কুল থেকে ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে নির্বাচিত করে চুড়ান্ত ফলাফলে ১ম স্থান অধিকার করেন কবিরাজ পাড়া ব্রাক স্কুলের ইমরান হাসান,২য় স্থানে নাজি পাড়া স্কুলের আব্দুল্লাহ আল আলহা ও ৩য় স্থান অধিকার করে মাদাজালফাড়া সাদিয়া ইসলাম খুকুমণি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এন এম শরীফুল ইসলাম খন্দকার, ব্রাক ডিভিশনাল ম্যানেজার মোঃ জালাল উদ্দীন ও মোঃ মোশাররফ হোসেন, ব্রাক জেলা প্রতিনিধি সৈয়দ ফাহিদ হাসান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।