জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাজরাবাড়ী পৌর বিএনপি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করে।
জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। হাজরাবাড়ী পৌর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। পৌর বিএনপির আহবায়ক মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সহ সভাপতি শফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, মেলান্দহ উপজেলা বিএনপির সহ সভাপতি মনোয়ার হাওলাদার, সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সদস্য সচিব শাহ তালাত মাহমুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম সহ্য করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছে। আমাদের আন্দোলনের কারণে স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি করার জন্য আমরা আন্দোলন করিনি। দলের নেতাকর্মীদের কেউ যদি লুটপাট, চাঁদাবাজি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাকে দল থেকে বের করে দেয়া হবে। আগামী নির্বাচনের লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ জনগণের পাশে থাকার আহবান জানান নেতৃবৃন্দ। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো: ইসমাইল হোসেনকে সভাপতি ও শাহ তালাত মাহমুদকে সাধারণ সম্পাদক করে হাজরাবাড়ী পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।