লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাক।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার। তিনি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষকরা সেই মেরুদণ্ডের ভিত স্থাপনকারী, শক্তপোক্তকারী এবং বিবেক সমুন্নয়কারী। পিতামাতা কেবল সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু সেই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে দায়িত্ববোধ ও সচেতন করে সামাজিক জীব হিসেবে প্রতিষ্ঠা করাতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কাঁসা শিল্প সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার, মুকুল চন্দ্র কর্মকার,কাউন্সিলর বেলাল হোসেন, সমাজ সেবক ফরিদ শাহ ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, কাউন্সিলর জুলহাস মন্ডল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা, পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।