শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলা ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন ঠিকাদার (৭৭) নামের এক বৃদ্ধের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে রৌমারী বাজার সোনালী ব্যাংক সংলগ্ন মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেন নিজ বাসা থেকে পায়ে হেটে বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মৃত্যু ব্যক্তি রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের আলহাজ্ব বক্তার হোসেন মেম্বারের ছেলে বলে জানা গেছে। বর্তমানে তিনি রৌমারী ফায়ার সাভিস স্টেশন এলাকায় বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজ করে আসছিলেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।