লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম ইসলামপুরে মত বিনিময়, পরিচিতি সভা, থানা পরিদর্শন ও পৌরসভার ভাসমান ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার ১০ ডিসেম্বর উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় ও পরিচিতি সভা করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মাঝে গৃহপালিত পশু,বিভিন্ন উপকরন বিতরণ শেষে থানা ও পৌরসভা পরিদর্শন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ভাসমান ডাস্টবিন স্থাপনের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), সাদিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।