জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র, কুড়িগ্রাম মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।
জেলা ইমাম সম্মেলন-২০২৪ এ আবদুর রাজ্জাক রনি, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের সভাপতিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, মাদক, বাল্যবিবাহ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের ভূমিকা শীর্ষক জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচীব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নুসরাত সুলতানা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম, মোঃ রেজ্জাকুল হায়দার, পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম, মোঃ আব্দুর রাজ্জাক, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর।
উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা হতে আগত প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, মাদক, বাল্যবিবাহ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।