হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুর ১২ টায় ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার স্মৃতিচারণ , ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও তাদের পরিবারবৃন্দ অংশ গ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।