জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় রেদুয়ান নামে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রেদুয়ান দিলালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। তার পিতার নাম সিরাজুল ইসলাম।
ওই স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হক জানিয়েছেন, ৭ ডিসেম্বর দুপুরের দিকে বীর আদিয়ারপাড়া সদর রাস্তার উপর ভ্যান গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথার মগজ ছিটকে ঘটনাস্থলেই মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।