জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সংখ্যালঘুদের সুরক্ষা ও সম্প্রীতির জন্য ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন তিনি।

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার


ধর্ম, মত এবং রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, "আমাদের নানামত, নানা ধর্ম ও রীতিনীতি থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। মতপার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের প্রধান পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের লক্ষ্য হওয়া উচিত সকলকে সমান অধিকার এবং সম্প্রীতির নিশ্চয়তা প্রদান করা।"

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ

প্রধান উপদেষ্টা বলেন, "শপথ গ্রহণের পর থেকেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর শুনে মন খারাপ হয়েছিল। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলাম, আমাদের সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।" তিনি জানান, সংখ্যালঘুদের নির্যাতন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তথ্য সংগ্রহের জন্য ধর্মীয় নেতাদের পরামর্শ চাওয়া হয়েছে।

ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং উত্তেজনা

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় প্রচারিত ভিত্তিহীন অভিযোগ ও উসকানিমূলক প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ড. ইউনূস।
সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে দুই দেশের সম্পর্কের উত্তেজনা বেড়েছে। বাংলাদেশ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পদক্ষেপ

দূর্গাপূজাকে জাতীয় উৎসব হিসেবে উদযাপনের উদাহরণ টেনে ড. ইউনূস বলেন, "এটি আমাদের জন্য এক বড় অর্জন।" তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল রাজনৈতিক দল ও সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়া, সনাতনী সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন ড. ইউনূস।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top