জামালপুরে পল্লীকণ্ঠের সম্পাদকের দাফন সম্পন্ন

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর প্রতিনিধি: স্বাধীনতার পর জামালপুরের বহুল প্রচারিত সংবাদপত্র সাপ্তাহিক পল্লীকণ্ঠ ও পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক নূরুল হক জঙ্গী দাদা ভাইয়ের (৬৭) দাফন সম্পন্ন হয়।

জামালপুরে পল্লীকণ্ঠের সম্পাদকের দাফন সম্পন্ন


নামাজে জানাজা শেষে ২২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে তাঁর গ্রামের বাড়ি নাংলা কাঠপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

অভিযোগ উঠেছে তিনি ২১ ডিসেম্বর রাতে জামালপুর শহরে সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা দ্রæত জেনারেল হাসপাতালে নিলে অজ্ঞাতনামা হিসেবে ভর্তি করা হয়। চিকিৎসা না দিয়ে সময় ক্ষেপন শেষে তড়িগড়ি করে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৯টার দিকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

২২ ডিসেম্বর বেলা ১১টায় প্রয়াত সাংবাদিকের নামাজে জানাজা জামালপুর চামড়া গুদাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বেলা ২টায় মরহুমের গ্রামের বাড়িতে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপি’র সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী দিদার পাশা, নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, মেলান্দহ বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, জামালপুর প্রেস  ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা (চ্যানেল আই), সাবেক সভাপতি ও মুক্ত আলোর সম্পাদক আলহাজ নূরুল আলম সিদ্দিকী, মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল (ইত্তেফাক), বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং প্রয়াত সাংবাদিকের জামতা জুলহাস উদ্দিন মাস্টার প্রমুখ।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top