কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর সদরে অবস্থিত নিউ মর্ডাণ বেকারীতে অভিযান চালান কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক ও বিএসটিআই এর পাবনা অঞ্চলের পরিচালক রাকিবুল ইসলাম রিপণ।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, খাদ্যে স্যাকারিন ও রং ব্যবহারের কারণে ওই বেকারিরে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ (১) ধারা লংঘনের দায়ে ইউএনও ওই বেকারির মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। কাজিপুর থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।