সেবা ডেস্ক: রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট চরমে। চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় ভোগান্তি বাড়ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আসন্ন রমজানে বিপর্যয় ঘটতে পারে।
রাজধানীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এক এবং দুই লিটারের বোতলজাত তেল প্রায় ৯০ শতাংশ নিঃশেষ হয়ে গেছে। ফলে সাধারণ ক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বাজার ঘুরে দেখা যায়, কয়েকটি নির্দিষ্ট ব্র্যান্ডের তেল ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল সহজলভ্য নয়।
বিক্রেতারা জানান, তারা চাহিদার তুলনায় মাত্র ১০ শতাংশ তেল পাচ্ছেন, যা সরবরাহ ব্যবস্থাকে প্রায় অচল করে দিয়েছে। কারওয়ান বাজারের মুদি দোকানি নোমান বলেন, “গত দুই সপ্তাহে পর্যাপ্ত তেল পাইনি। ডিলার এবং কোম্পানি মিলে ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে দাম বাড়ানোর জন্য।”
অন্যদিকে, ক্রেতাদের অভিযোগ আরও গুরুতর। ভোক্তা তোফায়েল জানান, “বেশ কয়েকটি দোকান ঘুরেও এক লিটারের বোতলজাত তেল পাইনি। যেখানে পেয়েছি, সেখানেও দোকানিরা তেল বিক্রি করতে অনাগ্রহী। বাধ্য হয়ে খোলা তেল বেশি দামে কিনতে হচ্ছে।”
আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের ফলে দেশের বাজারে সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববাজারে প্রতি লিটার তেলের দাম ১০ থেকে ১৩ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশের আমদানিতেও। বর্তমানে আমদানি প্রায় ২০ শতাংশ কমেছে।
গত অক্টোবর মাসে সরকার সয়াবিন ও পাম তেল আমদানিতে দুই দফায় শুল্ক-কর কমানোর উদ্যোগ নেয়। সাধারণত এ ধরনের পদক্ষেপ বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি এবং দাম কমানোর জন্য কার্যকর হলেও, সয়াবিন তেলের ক্ষেত্রে পরিস্থিতি বিপরীত। বাজারে তেলের সরবরাহ কমায় ক্রেতারা আরও বেশি বিপদে পড়েছেন।
ভোক্তার অধিকার সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল বলেন, “সরবরাহকারী কোম্পানিগুলো কর সুবিধা পেয়েও তেলের সরবরাহ সংকট তৈরি করেছে। আসন্ন রমজানে এই সংকট আরও তীব্র হতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”
বিশেষজ্ঞরা বলছেন, তেলের ঘাটতি এবং দাম বৃদ্ধির পেছনে একাধিক কারসাজি কাজ করছে। যদি বাজারে চাহিদা এবং সরবরাহের ভারসাম্য নিশ্চিত করা না যায়, তবে এটি রমজানের মতো বিশেষ সময়ের জন্য বিপজ্জনক হতে পারে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।