শফিকুল ইসলাম: রৌমারীতে আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর প্রতিষ্ঠাতা মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক মো. মজিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ্উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিম আল মোস্তাকিম, একাডেমিক সুপার ভইজার মোক্তার হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা জেসমিন নাহার, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিনু, উপজেল সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আমেদ রাজু, উপজেলা শাখার সাবেক ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অভিভাবকের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রধান।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আইডিয়ার প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর প্রিন্সিপাল মো. শিপন আহমেদ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।