সেবা ডেস্ক: ভারতের ৪৯টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার ১৩টি ভুয়া খবরের তালিকা প্রকাশ করেছে।
ভারতের ৪৯টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে |
ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাংলাদেশ বিষয়ে ভুয়া খবর ও গুজব ছড়াতে শুরু করে ভারতের ৪৯টি গণমাধ্যম। তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই গণমাধ্যমগুলো অন্তত ১৩টি ভুয়া খবর প্রচার করেছে।
রিপোর্ট অনুযায়ী, ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। এছাড়া হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট প্রত্যেকে অন্তত তিনটি করে ভুয়া খবর প্রকাশ করেছে। রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতকও অন্তত দুটি করে গুজব ছড়িয়েছে।
ভুয়া খবরের তালিকা
প্রচারিত ভুয়া খবরগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
- শেখ হাসিনার পদত্যাগের পর তাঁর নামে ভুয়া খোলাচিঠি।
- ড. মুহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর।
- পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি।
- বাংলাদেশের চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে প্রচার।
- বাংলাদেশে হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের মিথ্যা ভিডিও।
- বাংলাদেশ বিমানবাহিনী চীনের সহায়তায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি তৈরি করছে বলে গুজব।
যুক্তরাষ্ট্রে অধ্যাপনারত গণমাধ্যম বিশ্লেষক ড. ফাহমিদুল হক বলেছেন, "সংবাদমাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্ব অপরিসীম। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলোর এই ধরনের অপপ্রচার তাদের অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমের পর্যায়ে নামিয়ে এনেছে।"
ড. ফাহমিদুল হক আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভুয়া খবর প্রচারকারী গণমাধ্যমগুলোর বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ পাঠানো জরুরি। এছাড়া আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ইংরেজি ভাষার সংবাদমাধ্যমগুলোর সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি ভুল তথ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
গুজব ছড়ানোর পেছনে উদ্দেশ্য
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ বিষয়ে এই ধরনের ভুয়া তথ্য প্রচারের পেছনে একটি উদ্দেশ্য হতে পারে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। এর পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে বৈরিতা তৈরির লক্ষ্যেও এ ধরনের গুজব কাজে লাগানো হতে পারে।
রিউমর স্ক্যানারের রিপোর্ট আরও বলছে, "এটি ভারতীয় গণমাধ্যমের অপতথ্য প্রচারের সামগ্রিক চিত্র নয়। যাচাইযোগ্য যেসব তথ্য নজরে এসেছে, সেগুলোই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।