জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে এসব বিতরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মোঃ ইউনুস আলীসহ অনান্য বিজিবি সদস্যরা। এই শীতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এসব মানুষেরা।
শাহেরা বেগম নামের একজন বলেন, বিজিবি কম্বল দিলো, আমরা পেয়ে খুব খুশি হইছি। আমরা বিজিবির জন্যে দোয়া করবো। গতবারও আমরা বিজিবির কম্বল পাইছি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেঃ মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।