জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: জেলায় তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এতে স্থানীয় জনগণ, বিশেষ করে শ্রমজীবীরা কষ্টে পড়েছেন। ঘন কুয়াশা সকাল থেকে দিনের বেলা পর্যন্ত অঞ্চলটিকে ঢেকে রাখছে।
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে সর্দি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে।
স্থানীয়রা জানান, কুয়াশার কারণে যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং কাজকর্মে অসুবিধা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে হিমেল হাওয়া শুরু হলে তাপমাত্রা আরও কমতে পারে।
কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে জনজীবন বিঘ্নিত হচ্ছে। ঘন কুয়াশা এবং তাপমাত্রা কমার কারণে স্থানীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার জাহাঙ্গীর আলম বলেন, দুইদিন থেকে শীত ও ঠান্ডা অনেকটা বারছে। সারারাত বৃষ্টির মতো পরতে থাকে কুয়াশা। ঠান্ডা ও শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে।
ওই ইউনিয়নের রিকশা চালক আপেল বলেন, সকালে যখন গাড়ি চালাই, তখন কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। লাইট জ্বালিয়ে চালাতে হয়। এখনে যে কুয়াশা, কয়দিন পরে কিয়ে হবে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বর্তমানে শীতের সাথে ঠান্ডার প্রকপ কম থাকলেও আগামী সপ্তাহে হিমেল হাওয়া শুরু হতে পারে তখন আরও নিম্নগামী হতে পারে জেলার তাপমাত্রা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।