সেবা ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ নির্বাচনের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন।
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করব: হাছান মাহমুদ |
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা বলছে, সেটির সাথে তিনি একমত।
তিনি বলেন, "প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে প্রস্তুত।"
লন্ডনভিত্তিক চ্যানেল এস টেলিভিশনের ‘আওয়ামী লীগ: তটস্থ, হতাশ, কোণঠাসা?’ শীর্ষক এক সাক্ষাৎকারে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।
এই সাক্ষাৎকারের মাধ্যমে ৫ আগস্ট সরকারের পতনের প্রায় তিন মাস পর প্রথমবার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা সাক্ষাৎকার দিলেন।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমান যে অবাধ নির্বাচনের কথা বলছেন, তার সাথে আমরা সম্পূর্ণ একমত।
বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধকরণ প্রসঙ্গে যে অবস্থান নিয়েছে তাতেও আমরা একমত। এছাড়াও, তিনি ছাত্রলীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরুদ্ধেও সমর্থন প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিএনপিকে ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে আনতে না পারাটা আওয়ামী লীগের একটি রাজনৈতিক ব্যর্থতা। এটি দলের জন্য বড় একটি শিক্ষা হয়ে থাকবে।
এছাড়া ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহতের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। বলেন, "সরকার যেটি বলছে, সেটি নিয়ে প্রশ্ন আছে। আসল সংখ্যা এখনও তদন্ত সাপেক্ষ।"
তিনি পুলিশের আত্মরক্ষার অধিকার প্রসঙ্গেও উল্লেখ করেন, "পুলিশের ওপর আক্রমণ হলে আত্মরক্ষার্থে গুলি চালানোর অধিকার রয়েছে।"
আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী এবং ছাত্রলীগের শতাধিক সদস্যও সরকারের পতনের আগে সহিংসতায় প্রাণ হারিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে মন্ত্রী হিসেবে কীভাবে দেশ ছাড়লেন সেই প্রশ্ন এখনও রয়ে গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।