সেবা ডেস্ক: নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, জনগণ যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন।
মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সর্বোচ্চ চেষ্টা করব: নতুন সিইসি |
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, দেশের মানুষ যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পায় এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দায়িত্বগ্রহণের পর তিনি উল্লেখ করেন, ‘মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।’
নতুন সিইসি-র পরিকল্পনা
আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর নতুন সিইসি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০১৪ সাল থেকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত জনগণ জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নিয়েছিল। অনেক মানুষ প্রাণও দিয়েছেন। এই ত্যাগের সঙ্গে বেইমানি করার কোনো সুযোগ নেই।
নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে কথা বলতে গিয়ে নাসির উদ্দীন বলেন, ‘সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সময় আসলে বিস্তারিত বলা যাবে।'
নাসির উদ্দীন এর আগে তথ্য, বিদ্যুৎ–জ্বালানি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া এই কর্মকর্তা জানান, তার দীর্ঘ সরকারি চাকরির অভিজ্ঞতা নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে কাজে লাগবে।
তিনি আরও বলেন, "তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা দিয়ে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ মোকাবিলা করব।"
সিইসি হিসেবে বিএনপির প্রস্তাবিত প্রার্থী এ এম এম নাসির উদ্দীন তার নিয়োগকে "অপ্রত্যাশিত" বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "নিরপেক্ষতা বজায় রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনে আমি অঙ্গীকারবদ্ধ।" তিনি আরও যোগ করেন যে, তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দেশকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।