সেবা ডেস্ক: ভারতীয় ভিসা জটিলতার কারণে তৃতীয় দেশ থেকে ভিসা গ্রহণের সুযোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি প্রয়োজন ছাড়া পর্যটন ভিসা এখনো বন্ধ রয়েছে।
ভারতীয় ভিসা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ নির্দেশনা |
ভারতের ভিসা পাওয়ার অসুবিধার কারণে তৃতীয় দেশের ভিসাপ্রার্থীরা এখন ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালে বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না।
বাংলাদেশের অসন্তোষের বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে এবং শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি না দেন, সে জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বর্তমানে শুধু জরুরি প্রয়োজনের ক্ষেত্রে ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ভিসা প্রদান করা হচ্ছে।
পর্যটন ভিসা আপাতত স্থগিত রয়েছে এবং যথাসময়ে তা চালু করা হবে। মেডিকেল ভিসা বা তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে ভারতীয় ভিসার জন্য তৃতীয় দেশের ভিসাপ্রার্থীদের জন্য দিল্লির পরিবর্তে ভিয়েতনাম ও পাকিস্তান ভিসা পেতে নতুন সুযোগ হিসেবে দেখা যাচ্ছে।
বাংলাদেশে ভিসা সুবিধা চালুর ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ পরিস্থিতির উন্নতি হলে পর্যটকদের জন্য ভিসা পুনরায় চালু করবে বলে আশা করা যাচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।