সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রথম ভোটকেন্দ্র ডিক্সভিল নচে ট্রাম্প ও কমলা হ্যারিস সমান ভোট পেয়েছেন। গ্রামটিতে মধ্যরাতে ভোটগ্রহণ শুরু হয় এবং তাৎক্ষণিক ফলাফল প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রে প্রথম ভোটকেন্দ্র ডিক্সভিল নচে সমান ভোট পেলেন ট্রাম্প-কমলা |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলো আজ মঙ্গলবার, যদিও সহিংসতার আশঙ্কা নিয়ে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। দেশের প্রথম ভোটকেন্দ্র হিসেবে নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে মধ্যরাতে ভোটগ্রহণ শুরু হয়।
সেখানে ভোটার সংখ্যা কম হওয়ায়, ভোট শেষ করে তাৎক্ষণিকভাবে ফলাফলও প্রকাশিত হয়েছে।
এএফপির বরাতে জানা যায়, এই কেন্দ্রে ট্রাম্প এবং কমলা উভয়ে সমান ভোট পেয়েছেন।
ডিক্সভিল নচের ঐতিহ্য অনুযায়ী, মধ্যরাতে ভোটগ্রহণ শুরু হয়। স্থানীয় সময় সোমবার রাত ১২টায় (মঙ্গলবার), মার্কিন জাতীয় সংগীতের সুরে ভোটগ্রহণ শুরু করেন গ্রামের ভোটাররা।
নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন অনুযায়ী, যেসব এলাকায় জনসংখ্যা ১০০ জনের কম, সেখানকার ভোটাররা মধ্যরাত থেকে ভোট প্রদান করতে পারেন।
ডিক্সভিল নচে নিবন্ধিত ভোটার সংখ্যা ১০ জনেরও কম হওয়ায় ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয় এবং গণনা সম্পন্ন হয়।
২০২০ সালে এই কেন্দ্রের সব ভোটার জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। এটি মার্কিন নির্বাচন ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য, যা দেশটির নির্বাচনী ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, ছোট্ট এই গ্রামে ট্রাম্প-কমলার সমান ভোট পাওয়া মার্কিন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক চরিত্রকেই প্রতিফলিত করেছে। ইস্ট কোস্টের বেশিরভাগ ভোটকেন্দ্র আজ স্থানীয় সময় সকাল ছয়টা বা সাতটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টায়) খুলবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।