সেবা ডেস্ক: মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। জানুন কে হতে পারেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
ট্রাম্প নাকি হ্যারিস—কে হবেন প্রেসিডেন্ট? |
কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট!
নতুন এক ইতিহাসের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। আজকের নির্বাচনে যদি ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস জয় পান, তবে তিনি প্রথম নারী প্রেসিডেন্ট এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ইতিহাস তৈরি করবেন।
অপরদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তিনি হবেন প্রথমবারের মতো ৩৪ মামলার আসামি যিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন। ট্রাম্পের জয় তাকে সম্ভাব্য আইনগত পরিণতির হাত থেকে রক্ষা করতে পারে, তবে পরাজিত হলে কারাবাসের ঝুঁকি তার জন্য অপেক্ষা করছে।
ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাপিটল হিল হামলায় উস্কানি, পর্ন তারকাকে ঘুষ প্রদান, আয়কর জালিয়াতি, বিচার ব্যবস্থায় অবৈধ হস্তক্ষেপ, এবং সরকারি উপহার জমা না দেওয়া।
৩১ মে ফেডারেল আদালত ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করেছে, তবে তার শাস্তির শুনানি নির্ধারণ হতে পারে নির্বাচনের ২০ দিন পর।
অন্যদিকে, সুইং স্টেটগুলোতে চূড়ান্ত জরিপে ট্রাম্প ও কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সাত দোদুল্যমান রাজ্যে ট্রাম্প সামান্য এগিয়ে আছেন।
অ্যাটলাস ইনটেলের জরিপে দেখা গেছে, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ট্রাম্প ও হ্যারিসের ব্যবধান খুবই কম। ট্রাম্পের দাবি অনুযায়ী, পেনসিলভানিয়ায় ব্যাপক জালিয়াতির অভিযোগও উঠেছে।
ব্যালট পেপারে বাংলার অন্তর্ভুক্তি
এবারের নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যে চারটি বিদেশী ভাষার মধ্যে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউইয়র্ক বোর্ড অব ইলেকশন্স জানিয়েছে, অভিবাসী ভোটারদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বাংলাভাষীদের জন্য অত্যন্ত স্বস্তিকর।
নিউইয়র্কের মতো অভিবাসী অধ্যুষিত এলাকায় এমন উদ্যোগ ভোটারদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করবে বলে বিশ্লেষকরা মনে করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।