সেবা ডেস্ক: প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন খোদা বকশ, ড. সায়েদুর এবং প্রফেসর আমিনুল ইসলাম। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হলেন ৩ জন, দায়িত্ব পেলেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন।
তারা হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশেষ সহকারী হিসেবে তাদেরকে উপদেষ্টাদের সহায়তা প্রদান এবং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। তাদের দায়িত্বসমূহ নিম্নরূপ:
খোদা বকশ চৌধুরী - স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন।
ড. সায়েদুর রহমান - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
প্রফেসর ড. এম আমিনুল ইসলাম - শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এই নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি বিশ্লেষকদের মতে, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা খাতের নীতি এবং কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই নিয়োগ বিশেষ ভূমিকা রাখবে। নতুন বিশেষ সহায়কদের মাধ্যমে এই মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডে গতি আসবে এবং জনসেবায় অগ্রগতি দেখা যাবে।
বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ড. সায়েদুর রহমানের নিয়োগ জনস্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।