যুক্তরাষ্ট্রের জবাবদিহিতার দাবি: জুলাই-আগস্ট গণহত্যার বিচার

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জুলাই-আগস্ট গণহত্যার বিচারের সঠিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহযোগিতা করতে চায়। তারা ডিজিটাল এভিডেন্স পুনরুদ্ধারে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের জবাবদিহিতার দাবি জুলাই-আগস্ট গণহত্যার বিচার
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল জুলাই-আগস্ট গণহত্যার বিচারে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়


জুলাই-আগস্ট গণহত্যার বিচারের সঠিক জবাবদিহিতাস্বচ্ছতা নিশ্চিত করতে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। 

গতকাল সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউশন টিমের সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রসিকিউশন টিম হারিয়ে যাওয়া এভিডেন্স পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউশন টিমের সঙ্গে প্রায় এক ঘণ্টার এ রুদ্ধদ্বার বৈঠকে প্রতিনিধিদলের প্রধান জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রতি গুরুত্বারোপ করেন।

 গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিনিধি দলের প্রধান জানান, বিচার প্রক্রিয়ার সঠিকতা নিয়ে আলাপ হয়েছে।

বৈঠকে ডিজিটাল ও ফরেনসিক এভিডেন্স সংগ্রহ ও সংরক্ষণে প্রযুক্তিগত সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। 

প্রসিকিউশন টিম জানায়, মার্কিন প্রতিনিধিদলের সাহায্যে প্রক্রিয়াগতভাবে প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে। 

মার্কিন প্রতিনিধি দলের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার প্রক্রিয়ার জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top