সেবা ডেস্ক: ড. ইউনূস জানিয়েছেন, নির্বাচন আয়োজনের রোডম্যাপ তৈরি হচ্ছে। সংবিধান সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।
নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ ঘোষণা: ড. ইউনূস |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেছেন, "যুগোপযোগী নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সময় দেশবাসীর কাছে চেয়ে নিচ্ছি। কথা দিচ্ছি, সুযোগ পেলে কাঙ্ক্ষিত নির্বাচন উপহার দেব।"
রোববার অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ট্রেনের যাত্রা ও রোডম্যাপ
ড. ইউনূস বলেন, "নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। এই ট্রেন আর থামবে না। তবে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি। আমরা রেললাইন বসানোর কাজ শুরু করেছি।"
তিনি আরও জানান, নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে। কমিশন ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা, এবং নির্বাচনী আইন সংশোধনের মতো কাজ দ্রুত শুরু করবে। তিনি বলেন, "নির্বাচন আয়োজনই আমাদের একমাত্র দায়িত্ব নয়। রাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোগত সংস্কারও অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার।"
সংবিধান সংস্কারের গুরুত্ব অন্তর্বর্তীকালীন সরকারের
ড. ইউনূস তার ভাষণে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, "সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে আমরা জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করব। এই সুপারিশের ভিত্তিতেই নির্বাচনী আইন সংশোধন করা হবে।"
তিনি জনগণের উদ্দেশে বলেন, "নির্বাচন নিয়ে নির্ভয়ে কথা বলুন। তবে দয়া করে সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদি শক্তি। এটি আমাদের একটি নতুন পৃথিবী গড়ার সুযোগ দেবে।"
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও প্রত্যাশা
ড. ইউনূস বলেন, "নির্বাচন আয়োজন একটি জাতীয় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে এর জন্য দেশবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।