সেবা ডেস্ক: সাদপন্থীরা ৭ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন করবেন। মুসলিম উম্মাহর ঐক্য নিয়ে আলোচনা হবে।
সাদপন্থীরা ঢাকায় আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন করবেন |
ঢাকায় আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও সম্মেলনের জন্য এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতির আবেদন করা হয়নি।
সাদপন্থীদের পক্ষ থেকে কাকরাইল মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আযীমুদ্দিন জানিয়েছেন, "মহাসম্মেলনে ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিসর, তুরস্কসহ ইউরোপ ও আমেরিকার প্রতিনিধিরা অংশ নেবেন।"
‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা এবং পথ ও পন্থা’ প্রতিপাদ্য নিয়ে এই আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আয়োজন করা হবে। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু হয়েছে। মুফতি আযীমুদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হবে। সভাপতিত্বের জন্য যাত্রাবাড়ী মাদ্রাসার মাওলানা মাহমুদুল হাসান কিংবা চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে প্রস্তাব দেওয়া হবে।
তাবলিগ জামাতের দুই ভাগে বিভক্ত অংশের মধ্যে সাদপন্থী এবং জোবায়েরপন্থীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি, ১২ নভেম্বর সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, দুই পক্ষই সমঝোতা অনুযায়ী কাকরাইল মসজিদ এবং পৃথকভাবে টঙ্গীর বিশ্ব ইজতেমা আয়োজন করবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাকরাইল মসজিদ চার সপ্তাহ জোবায়েরপন্থীদের অধীনে থাকবে। দুই সপ্তাহ থাকবে সাদপন্থীদের নিয়ন্ত্রণে। আজ সাদপন্থীদের নিয়ন্ত্রণের সময়কাল শুরু হয়েছে।
আজ জুমার নামাজে হাজার হাজার সাদপন্থী কাকরাইল মসজিদে একত্রিত হন। মসজিদে প্রবেশের সময় কিছুটা হট্টগোল হলেও পুলিশ পরিস্থিতি সামাল দেয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেছেন, "সবাই জুমার নামাজ আদায় করেছেন। কোনো বিশৃঙ্খলা হয়নি। নামাজ শেষে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে চলে যান।"
সাদপন্থীরা মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে আসার অনুমতির দাবি জানিয়েছেন। তবে জোবায়েরপন্থীরা এর বিরোধিতা করছেন এবং ঢাকায় সাদপন্থীদের মহাসম্মেলনের আয়োজনকে সমর্থন করেননি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।